Freshers Festivals
পশ্চিমবঙ্গের আইটিআই গুলির মধ্যে একটি অন্যতম আই টি আই দিনহাটা গভমেন্ট আই টি আই।এই আই টি আই কলেজ টি তে রয়েছে পাঁচ টি ট্রেড ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিক মোটর ভেহিকেল, ইত্যাদি সকল ট্রেড ছাত্র-ছাত্রী সহযোগিতা ও শিক্ষক শিক্ষিকা মিলিত হয়ে গতকাল (18 সেপ্টেম্বর 2019) নবীন বরণ এর আয়োজন করেছে। নবীন বরণ বলতে আমরা বুঝি নবীন অর্থাৎ নতুন এই নতুন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেয় দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রী। শুধু তাই নয় তাদের কে বরণ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপন করে নেয়।
একটি কালচারাল প্রোগ্রাম এর মধ্য দিয়ে।